‘Eken Babu’ is now going to release in cinema hall, done ‘subh maharat’ also

বিগত কয়েক বছরের মধ্যেই দর্শক ভালোবেসেছেন একেন বাবুকে, আর তাই এবারে রুপোলি পর্দায় ধরা দেবে দর্শকদেরকে। যে সকল দর্শক SVF সংস্থার ওটিটি প্ল্যার্টফর্ম ‘হইচই’ এর নিয়মিত দর্শক তাঁরা খুব ভালো করেই চেনেন একেন বাবুকে। “একেন বাবু” একটি ওয়েব সিরিজ, যা হইচই এ বেশ সাফল্যতা অর্জন করেছিল, খুব অল্প সময়ের মধ্যেই এই সিরিজটি কয়েকটি সিজনের মধ্যে দিয়ে মানুষের মনে জায়গা করে নিতে সক্ষম হয়েছে। আর তাই এই সাফল্যতাকে এক বড় মাত্রা দেওয়ার জন্য এসভিএফ সংস্থা তাকে নিয়ে যেতে চলেছে রূপোলি পর্দায়। আর গত ২১শে জানুয়ারিতেই হয় তার শুভ সূচনা, এই দিন হয় এই ছবির শুভ মহরৎ।

গত বছরের নভেম্বর মাসেই অবশ্য এই শুভ সংবাদের ঘোষণা করে দিয়েছিল এসভিএফ সংস্থা। তারা জানিয়েছিল যে ওটিটি প্ল্যার্টফর্মে এত দারুন সফলতা পাওয়ার পর বড় পর্দায় তারা একেন বাবু কে নিয়ে যেতে চায়। এই ছবির নাম হতে চলেছে, “দ্য একেন”। এই একেন বাবুকে আমরা চিনি একজন গোয়েন্দা হিসাবে যিনি একজন সাধারণ মানুষের আড়ালে থেকেই নিজের কাজ করেন। আর এবারে সেই একেন বাবুর বড় পর্দায় মুক্তি পাওয়ার পালা। গত ২১শে জানুয়ারি হয়েছে এই ছবির শুভ মহরৎ, আর এই কথাটি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে খোদ জানিয়েছেন অভিনেতা নিজেই।

এই দিন একেন বাবু তথা অভিনেতা অনির্বাণ চক্রবর্তী সোশ্যাল মিডিয়াতে ছবি পোস্ট করে লেখেন, “আজ একেন বাবু ছবির শুভ মহরৎ হলো। খুব শীঘ্রই শুরু হয়ে যাবে ছবির শ্যুটিং। আপনাদের সকলের আশীর্বাদ, সমর্থন ও ভালোবাসা প্রয়োজন”। “দ্য একেন” ছবিটি কিন্তু এবারে মুক্তি পাবে কেবল সিনেমাহলে। আশা করা যাচ্ছে ওটিটি মাধ্যমে অনির্বাণ চক্রবর্তী যেমন দর্শকদের মন জয় করেছেন ঠিক সেইভাবেই বড় পর্দাতেও দর্শকদের কাছে খুব পছন্দের একটি গোয়েন্দা চরিত্র হয়ে উঠবেন।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x