এলিজাবেথ ওলসেন রবি আর্নেটকে কে তিন বছর ডেট করার পর এনগেজমেন্ট সেরে ফেললেন। তিন বছর ধরে এলিজাবেথ এবং রবি একে অপরকে ভালোভাবে চেনেন। ২০১৭ সালের একটি মিউজিক কনসার্টে তাদের দুজনের পরিচয় হয়। এলিজাবেথ এর আগে বয়েড হলব্রুককে ডেট করতেন। কিন্তু ২০১৪ সালে হলব্রুকের সঙ্গে তার ব্রেকআপ হয়ে যায়।
Subscribe
Login
0 Comments