ইমরান হাশমি অভিনীত সিরিজ ‘বার্ড অফ ব্লাড’ এর ট্রেলার মুক্তি পেয়েছে। এই ওয়েব সিরিজটি প্রযোজনা করেছে শাহরুখ খানের প্রযোজনা সংস্থা রেড চিলিস এন্টারটেনমেন্ট। একটি ট্রেইলার বের করা হয় যেখানে শাহরুখ এবং ইমরান হাসমির মধ্যে একটি ইন্টারোগেশনের সিন দেখা গেছে। তবে এই ছবিটিতে শাহরুখ খান অভিনয় করবেন কিনা তা নিয়ে এখন নিশ্চিত নয় হয়তোবা এটা কোন শাহরুখের নতুন প্রমোশন স্ট্র্যাটেজি। এই ওয়েব সিরিজের ট্রেইলারটি দেখে দর্শকরা নিশ্চয়ই সৃষ্টির দেখতে পছন্দ করবেন। ইমরান হাশমি তার চিরাচরিত অসাধারণ দুর্দান্ত অভিনয় দিয়ে দর্শকদের মন জয় করেছেন। এই ওয়েব সিরিজে ইমরান হাসমির সঙ্গে কীর্তি কুলহারি, সবিতা ধুলিপালা, বিনীত কুমার সিং, রজিত কাপুর অভিনয় করবেন। এই ওয়েবসিতে ইমরান সবিতা এবং অভিনীত তিনজনেই ইন্ডিয়ান ইন্টেলিজেন্স উইং এর অফিসারের চরিত্রে অভিনয় করেছেন। ইমরান কবির এর চরিত্রে সবিতা ইশার চরিত্রে এবং বিনীত কুমার বীরের চরিত্রে অভিনয় করছেন। এই ওয়েব সিরিজটি চারজন ইন্ডিয়ান ইন্টেলিজেন্স এর সদস্যদের গল্প যারা একটি গুরুত্বপূর্ণ তথ্য দেশের হাতে তুলে দেওয়ার আগেই টা শত্রুদের হাতে সমর্পণ করে। এই ওয়েব সিরিজটি সিদ্দিকীর লেখা বেস্টসেলার ‘বার্ড অব ব্লাড’ থেকে নেওয়া হয়েছে। এইবার সৃষ্টি পরিচালনা করবেন ঋভু দাশগুপ্ত। এই বেগ সিরিজটি নেটফ্লিক্সের প্লাটফর্মে আগামী ২৭ শে সেপ্টেম্বর স্ট্রিমিং হবে।
Subscribe
Login
0 Comments