এফ.সি.আই.ডাবলু.ই. ভারতের জনপ্রিয় গায়ক মিকা সিং এর উপর থেকে তাদের ব্যান প্রত্যাহার করে নিলেন। ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া এম্প্লয়িস এর পক্ষ থেকে গতকাল একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তাদের এই সিদ্ধান্তের কথা তারা জানান। গত ৮ ই আগস্ট মিকা সিং পাকিস্তানের প্রাক্তন রাষ্ট্রপতি তথা সেনাপ্রধান জেনারেল পারভেজ মুশাররফের ঘনিষ্ট আত্মীয় বাড়িতে গান গেয়েছিলেন। এরপর পুলওয়ামা এবং পাঠানকোট এর হামলার প্রতিবাদ স্বরূপ যেহেতু কোন ভারতীয় কলাকুশলী পাকিস্তানের সঙ্গে কোনো রকম সম্পর্ক বা যোগাযোগ রাখেনি সেহেতু মিকা সিং কে ব্যান করা হয় কারণ তিনি পাকিস্তান এগিয়ে পারফর্ম করেছেন। বেশ কিছুদিন আগে সালমান খানকেও মিকা সিংয়ের সঙ্গে কাজ করার ব্যাপারে এই গানের কথা মনে করে দেওয়া হয় কারণ মিকা সিং এবং সালমান খান একসাথে সালমান খানের ওয়ার্ল্ড ট্যুরে পারফর্ম করার কথা ছিল। মিকা সিং ফেডারেশানের কতৃপক্ষের কাছে নিঃশর্ত ক্ষমা চাওয়া এবং শেয়ার এই ভুল কোনদিনও করবে না বলায় এবং তার প্রতিভা এবং অনুশোচনার তাৎপর্য বুঝে তারা তার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেন। তবে ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ এর পক্ষ থেকে স্পষ্টই জানিয়ে দেওয়া হয় কোন ভারতীয় শিল্পী যদি কোন পাকিস্তানি শিল্পীর সঙ্গে কাজ করে বা পাকিস্তানে গিয়ে পারফর্ম করে সেই শিল্পীকে কোনোভাবেই প্রশ্রয় দেয়া হবে না এবং তাকে সঙ্গে সঙ্গে ব্যান করা হবে। মিকা সিং কে স্মরণ করিয়ে দেয়া হয় ভবিষ্যতে তিনি যদি এরকম ভুল দ্বিতীয়বার করেন তাহলে তাকে আর কোন ভাবেই ক্ষমা করা হবে না।
Subscribe
Login
0 Comments