“Film Creed” brought a slightly different story “Silent” directed by Akash Hossain .

সম্প্রতি আকাশ হোসেনের গল্প এবং পরিচালনায় একটি শর্ট ফিল্ম”নীরব” মুক্তি পেল “ফিল্ম ক্রিড” ইউ টিউব চ্যানেলে । রূপক তিয়ারির ইউ টিউব চ্যানেলে এই শর্ট ফিল্মটির গান “এখনো তাকেই ভালোবাসি” মুক্তি পেয়েছিল আগেই। গানটি মুক্তি পাওয়ার সাথে সাথেই অজস্র শ্রোতা দর্শকরা এই গানের মাধুর্য উপভোগ করেছিল।

কিন্তু এই গানের পেছেনের অন্যরকম যে একটা গল্প লুকিয়ে ছিল সেটা ” নীরব ” শর্ট ফিল্ম টি কেউ না দেখলে একে বারেই বুঝতে পারত না। বেশ অনেকদিন পর একটা নতুন ধরনের গল্পের ওপর ছবি দেখতে পেল দর্শকরা। ছবির প্রতিটি আবেগঘন মুহূর্ত দাগ কেটেছে দর্শকদের মনে। কেউ কেউ আবার নিজের জীবনের সঙ্গে মিলিয়ে ফেলেছেন এই গল্পকে এতটাই হৃদয়স্পর্শী ছিল এই গল্প।

আমরা আমাদের জীবনে কত ছোট ছোট ঝগড়া,মনমালিন্যকে সম্পর্কে গুরুত্ব দি,আর তাকেই মূলত বিচ্ছেদের কারণ বানাই।কিন্তু জীবনের মানে এসমস্ত নগন্য ঘটনার উর্দ্ধে।জীবনের মানে আরো অনেক অনেক গভীর।আমরা সবাই হয়ত অনেকসময় এটা বুঝতে পারিনা । কিন্তু কখনও কখনও জীবন আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় সেই সত্যিকে। অভিক-তৃষার এই গল্প আমাদের জীবনকে আরো গভীরভাবে বাঁচার মানে শিখিয়েছে।

গল্পে অভিক একজন বাকশক্তিহীন ব্যক্তি।যাকে সমাজের অন্যমানুষগুলো বারবার মনে করিয়ে দেয় তার দূর্বলতার কথা। তাই অভিক তথাকথিত এই সমাজের মানুষদের থেকে একা থাকতেই বেশি ভালোবাসে। কিন্তু একদিন তার সঙ্গে দেখা হয় একজন অন্যরকম মেয়ে তৃষার।তৃষার সঙ্গে থেকে সে জীবনকে নতুন করে উপলব্ধি করতে শুরু করে। আসলে তৃষাও কিন্ত জীবনের সঙ্গে লড়াই করা একজন মেয়ে। তাই হয়তো তার জীবন বোধ বাকী পাঁচজনের থেকে আরো গভীর। এভাবেই এগোতে থাকে গল্প। অভিক অনেক পরে জানতে পারে তৃষার জীবনের এক অন্য সত্যিকে। সেই সত্যি অনুযায়ী গল্পটা হয়তো অন্যদিকে এগোতে পারত। কিন্ত গল্পের শেষটা হয়েছে একেবারেই অনিশ্চিতভাবে। “দোষ যারই হোক সম্পর্ক গুলোই মরে,তাই যারা আছে যে আছে তাকে নিয়েই ভালো থাকো।” এমন এক গভীর বার্তা মানুষের মধ্যে পৌঁছেছে এই গল্প।

প্রধান চরিত্র অভিকের চরিত্রে দেখা গেছে বিনয় ভট্টাচার্য্যকে , তৃষার চরিত্রে অভিনয় করেছেন সৌমিলি প্রামানিক। অভিমান পালের লিরিক্সে মানসই স্নিগ্ধ গান গুলি গেয়েছেন রূপক তিয়ারি।

গল্পের বিষয়ে এর বেশি কিছুই বলা যাবেনা। কারণ এমন একটি সুন্দর ছবি আশা করব সবাই দেখবেন।আশা করব এই গল্পের মধ্যে যে সামাজিক বার্তা রয়েছে সবাই তা উপলবদ্ধি করবেন। সেখানেই যেকোন শিল্পের সার্থকতা। ইতিমধ্যেই এই শর্ট ফিল্মটি ৩১ হাজার ভিউস পেয়েছে। আরো বহু মানুষের কাছে ছড়িয়ে যাক এই শর্ট ফিল্মটি।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x