Film “Lover” coming on big screen on 24th September

Tollywood-এ আগমন “লাভার বয়” রুদ্রর
সেপ্টেম্বর ২৪- বড়পর্দায় মুক্তি নতুন বাংলা ছবি লাভার

Tollywood -এ আবির্ভাব ঘটতে চলেছে এক নতুন হিরোর। Social Media -তে ইতিমধ্যেই huge fan following বানিয়ে নিয়েছেন নবাগত নায়ক রুদ্র , বড়পর্দায় মুক্তি পাচ্ছে সেপ্টেম্বর ২৪-তারিখ। ছবির গান “ও ডিয়ার ও মাই ডিয়ার “, “যতোই সাজে সাজো “, ‘ও সোনা” প্রবল জনপ্রিয়তা লাভ করেছে। কথা ও সুর করেছেন জয়ন্ত দে। ছবিতে নায়িকার ভূমিকায় দেখা যাবে নবাগতা মৌলিকে। এছাড়াও , ছবিতে অভিনয় করেছেন -বিশ্বজিৎ চক্রবর্তী ,অভিষেক চ্যাটার্জী ,অরুনাভ দত্ত ,দেবা ব্যানার্জী ,বিপাশা ,দেবাশিষ গাঙ্গুলী ও প্রমুখ। ছবিটি পরিচালনা করেছেন প্রদীপ বিশ্বাস। পরিচালকের কথায় “লাভার ” একটি সত্যিকারের ভালোবাসার গল্প। বিধাতা যা লিখেছে সেটাই হবে। সত্যের জয় হবেই, এবং ভালোবাসা জিতবেই। প্রেম-ভালোবাসা ছাড়াও ছবিতে সাসপেন্স ও রয়েছে , যেটা দর্শকের মন ছুঁয়ে যাবে। ২৪-সেপ্টেম্বর বড়পর্দায় আসছে “Lover ” ছবি ।

5 1 vote
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x