প্রথম মেয়েদের স্কুল first girls school of kolkata bethun school

first-girls-school-of-kolkata-bethun-school

১৮০০ সালের মাঝামাঝি একটা সময়। বঙ্গসমাজ তখন সবে যা কিছু অবিশ্বাস, অন্ধ ভাবনা তা ঝেড়ে ফেলে মাথা তুলে দাঁড়াতে চেষ্টা করছে।

পর্দার আড়াল, রান্নাঘরের আগুনের আঁচ থেকে মেয়েরা তখন বার হতে চাইছে সূর্যের প্রজ্জল আলোয়। এরই মধ্যে রীতিমতো জরাজীর্ণ যা কিছু ভাবনা তাকে দূরে সরিয়ে অন্তঃপুরবাসিনীরাই সেই আলোর উৎস হয়ে এগিয়ে আসতে শুরু করেছে।
এই পরিবর্তনে অগ্রণী ভূমিকা ছিল ঠাকুরবাড়ির মেয়ে-বউদের। ঠিক এমনই এক মাহেন্দ্রক্ষণে বাংলার নবজাগরণের প্রতীক হিসাবে কলকাতায় জন্ম নিল প্রথম মেয়েদের স্কুল (Kolkata’s first girls school)। যে স্কুল আজও কলকাতার বুকে ঐতিহ্যবাহী ‘বেথুন স্কুল’ (Bethune school) হিসাবেই দাঁড়িয়ে রয়েছে।

কলকাতার এই অন্যতম ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বেথুন কলেজিয়েট স্কুল ১৭৫ বছর পার করল। এই উপলক্ষ্যে একটি অনুষ্ঠানের সূচনা হবে আগামী ২রা মে। ৭ই মে স্কুল প্রাঙ্গণেই বেথুন স্কুলের জন্মদিন পালন করা হবে। ১০ই মে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বেথুন কলেজিয়েট স্কুলের ১৭৫ বছর উদযাপনের মূল অনুষ্ঠানটির আয়োজন করা হচ্ছে, যাতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উপস্থিত থাকতে পারেন।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x