বিদ্যা বালান অভিনীত ‘শকুন্তলা দেবী’ ছবিটির ফার্স্ট লুক মুক্তি পেয়েছে। এই ছবিতে বিদ্যা বালন গাণিতিক জিনিয়াস যাকে ‘হিউম্যান কম্পিউটার’ বলা হত সেই শকুন্তলা দেবীর বায়োপিক। এই ছবিটি পরিচালনা করেছেন অনু মেনন। এই ছবিটি প্রযোজনা করেছেন সনি পিকচার্স নেটওয়ার্কস প্রোডাকশনস এবং বিক্রম মালহোত্রা। এই ছবিটির গল্প এবং চিত্রনাট্য লিখেছেন অনু মেনন এবং নয়নিকা মাথানী। এই ছবিটির সংলাপ লিখেছেন ঈশিতা মৈত্র।এই ছবিটি আগামী বছর মুক্তি পাবে।
Subscribe
Login
0 Comments