আল্লু সিরিশ এবং অনু এম্মনুয়েল অভিনীত ‘প্রেমা কাদান্তা’ ছবির ফার্স্ট লুক পোস্টার মুক্তি পেয়েছে গতকাল। এই ছবিটি মূলত একটি রোমান্টিক ছবি। এই ছবিটি পরিচালনা করছেন রাকেশ শশী। এই ছবিটি প্রযোজনা করছেন আল্লু অরবিন্দ এর জিএ টু পিকচার্স এবং শ্রী তিরুমালা প্রোডাকশন প্রাইভেট লিমিটেড। আল্লু সিরিশ এর জন্মদিন উপলক্ষে এই ছবিটির ফার্স্ট লুক পোস্টার মুক্তি পায়।
‘প্রেমা কাদান্তা’ ছবির প্রথম লুক পোস্টার
