সঞ্জয় দত্ত অভিনীত ‘প্রস্থনাম্’ ছবিটির প্রথম লুক মুক্তি পেয়েছে। এই ছবিটিতে সঞ্জয় দত্তকে একটি দীপ্ত ময় চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। এই ছবিটিতে সঞ্জয় দত্তের সঙ্গে মনীষা কৈরালা, জ্যাকি শ্রফ, চাংকি পান্ডে, আলি ফাজাল, সত্যজিৎ দুবে, আমিরা দস্তুর কে অভিনয় করতে দেখা যাবে। এই ছবিটির পরিচালনা করবেন দেবা কাট্টা। এই ছবিটি ২০ই সেপ্টেম্বর ২০১৯ এ মুক্তি পাবে। এই ছবিটির সংলাপ এবং প্রত্যেকটি অভিনেতা-অভিনেত্রীর অভিনয় দর্শকদের মুগ্ধ করবেই।
Subscribe
Login
0 Comments