তামিল ছবি ‘কালাতিল সান্ধিপম’এর প্রথম লুক পোস্টার মুক্তি পেল। এই ছবিটিতে অভিনয় করেছেন জিভা, অরুলনীথি, মন্জিমা মোহন, প্রিয়া ভবনী শংকর। ছবিটি পরিচালনা করেছেন এন. রাজশেখর। এই ছবিটিতে প্রচুর অ্যাকশন কমেডি এবং রোম্যান্স রয়েছে। ছবিটিতে অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন রোবো শংকর, বালা সর্বনাম, বিজয় এন্টনি। এই ছবিটির শুটিং চেন্নাই, থেনকাশি এবং কড়াই কুড়িতে হবে।
Subscribe
Login
0 Comments