প্রাক্তন ডিজনি চ্যানেল তারকা জর্ডান প্রুট অভিযোগ করেছেন তাকে যৌননিগ্রহ করা হয়েছে। জর্ডান অভিযোগ করেছে তার বয়স যখন ১৪ বছর ছিল তখন থেকে ১৬ বছর বয়স পর্যন্ত তার ম্যানেজার কেথ থমাস কাকে যৌননিগ্রহ করেন। তিনি আরো অভিযোগ করেন তিনি যেই চ্যানেলের সঙ্গে চুক্তিবদ্ধ ছিলেন সেই চ্যানেল এবং ডিজনির পক্ষ থেকে তাকে সঠিকভাবে সাহায্য করা হয়নি। তার ম্যানেজার তাকে বারবার যৌন নিপীড়ন এবং অন্যান্য অনেক ভাবে তার সাথে খারাপ ব্যবহার করত কিন্তু অভিযোগ জানানো সত্ত্বেও তার রেকর্ড কোম্পানি এবং ডিজনি কর্তৃপক্ষ অভিযুক্ত কেথ থমাসের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি। গত ১৪ ই আগস্ট ২৮ বছর বয়সী গায়িকা এবং গান লেখিকা কেথ থমাস এবং তার প্রাক্তন রেকর্ড লেবেল হলিউড রেকর্ডস এবং এর প্যারেন্ট কোম্পানি দা ওয়ার্ল্ড ডিজনি কোম্পানির বিরুদ্ধে মামলা দায়ের করেন। তিনি ইনস্টাগ্রামে একটি ছবি আপলোড করেন এবং তার এই অভিযোগের কথা জানান।
Subscribe
Login
0 Comments