গানে গানে দেশের কৃষকদের ট্রিবিউট অরিজিৎ সিং-এর

“আমরা চাষ করি আনন্দে, মাঠে মাঠে বেলা কাটে সকাল হতে সন্ধ্যে, আমরা চাষ করি আনন্দে”– ছোটবেলায় রবীন্দ্রনাথ ঠাকুরের এই ছড়া পড়েননি এমন কেউ হয়ত নেই। এবার এই ছড়া নিয়েই গান বনালেন অরিজিৎ সিং

দেশের সমস্ত কৃষক, যারা ঘাম ও রক্ত ঝরিয়ে আমাদের খাবার নিশ্চিত করে, তাদেরকে ট্রিবিউট জানাতে তার এই প্রয়াস। গানটির ডেসক্রিপশনে এটাও লেখা হয়েছে “A farmer is an artist”

এই অনবদ্য মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন অরিজিৎ সিং এবং তাঁর স্ত্রী কোয়েল সিং সাথে গল্প এবং চিত্রনাট্যও কোয়েল সিং এর।

এই মিউজিক ভিডিওটির ডিরেক্টর অফ ফটোগ্রাফিঅরিজিৎ সিং নিজেই। গানটি ‘ওরিয়ন মিউজিক বাই অরিজিৎ সিংইউটিউব চ্যানেল থেকে গতকাল রিলিজ করেছে, ইতিমধ্যে ২৪ হাজার মানুষ শুনে নিয়েছেন।

ইউটিউবে গিয়ে চটপট আপনিও দেখে বা শুনে নিন অরিজিৎ সিং ও তাঁর টিমের এই অনবদ্য পরিবেশনা।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x