গৌরব চক্রবর্তী অভিনীত ‘পূর্ব-পশ্চিম দক্ষিণ-উত্তর আসবেই’ ছবিটির টিজার মুক্তি পেয়েছে। এই ছবিটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন গৌরব চক্রবর্তী, কমলেশ্বর মুখোপাধ্যায়, অর্পিতা চট্টোপাধ্যায়, আরিয়ান ভৌমিক, পরান বন্দ্যোপাধ্যায়, বিদীপ্তা চক্রবর্তী, রিচা শর্মা, ঈশিকা দে, রুদ্রপ্রসাদ সেনগুপ্ত, পদ্মনাভ দাশগুপ্ত। এই ছবিটি পরিচালনা করেছেন রাজর্ষি দে। এই ছবিটির প্রযোজনা করেছেন সুচন্দ্রা বানিয়া। এই ছবিটির সংগীত পরিচালনা করেছেন দেবজ্যোতি মিশ্র। এই ছবিটির টিজারটি বেশ রোমহর্ষক এবং টানটান উত্তেজনায় ভরা। এই ছবিটিতে তিনটি ভিন্ন গল্প দেখা যাবে যেখানে তিনটি মৃত্যু ভালোবাসা বিশ্বাসঘাতকতা মিলিয়ে দারুণ গল্পের সাক্ষী হবেন আপনারা। এই ছবিটির টিজার ইতিমধ্যে ১.২ লাখ ভিউজ অতিক্রম করে ফেলেছে ২৪ ঘণ্টার ও অনেক কম সময়ে। এই ছবিটি টিচার দর্শকদের ভালো লাগছে যে ইউটিউবে ভিউজ দেখে বোঝা যাচ্ছে। এই ছবিটির গল্প লিখেছেন অভিক সরকার এবং ছবিটির চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন উপাসনা চৌধুরী এবং রাজর্ষি দে। এই ছবিটি খুব শিঘ্রই মুক্তি পাবে।
Subscribe
Login
0 Comments