মডেল অভিনেত্রী জর্জিয়া আন্দ্রিয়ানি ‘শ্রীদেবী বাংলো’ ছবিটিতে অভিনয় করবেন। এই ছবিটিতে প্রধান চরিত্রে অভিনয় করবেন প্রিয়া প্রকাশ ওয়ারিয়ার এবং আরবাজ খান। আরবাজ খানের বান্ধবী জর্জিয়া আন্দ্রিয়ানি। মালাইকা আরোরা সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর আরবাজ জর্জিয়ার সঙ্গে নতুন সম্পর্কে জড়িয়ে পড়েন এবং প্রায় প্রত্যেকটি ইভেন্ট এবং প্রিমিয়ারে এই জুটিকে একসঙ্গে যেতে এবং সময় কাটাতে দেখা যায়। বিয়ে নিয়ে প্রশ্ন করলে আরবাজ খান বা জর্জিয়ার কাছ থেকে কোনো সদুত্তর মেলেনি। এই ছবিটি পরিচালনা করবেন প্রশান্ত মাম্পুলি।
Subscribe
Login
0 Comments