ভাটপাড়া “ঘটক পাড়া বারোয়ারী দুর্গোৎসব কমিটি ” এর উদ্যোগে এবারের ৭৫তম বর্ষের থিম “এক চিলতে রাজস্থান”। রাজস্থানে যে সমস্ত প্রাসাদ দেখা যায় তারই অনুকরণে এক চিলতে রাজস্থান গড়ে তুলেছেন এই পুজো উদ্যোক্তারা। সেই স্থাপত্যর কিছু নিদর্শন এই মণ্ডপে ভেসে উঠছে।
উদ্যোক্তাদের চিন্তা ভাবনা এবং প্যান্ডেল ও আলোর কাজ এর মধ্যে যে শৈল্পিক বোধ এর যে পরিচয় পাওয়া যায় তা সত্যিই অনবদ্দ।
এই পুজোর প্রধান উদ্যোক্তারা –

এই পুজো enrolled হলো আমাদের সেরা পুজো ২০১৯ কাভারেজ প্রোগ্রামে