গিগি হাদিদ এবং টাইলার ক্যামেরুন কি একে অপরকে ডেট করছেন?

গিগি হাদিদ এবং টাইলার ক্যামেরুন কি একে অপরকে ডেট করছেন? এই গুঞ্জনটা বেশ কয়েক মাস ধরে চলছে। তবে গত মঙ্গলবার রাত্রে যখন এই দুইজন জাস্টিন থেরোক্সের বার লি টার্টেল থেকে বের হচ্ছিলেন তখন রাস্তায় তাদের দুজনকে একে অপরের হাত ধরে যেতে এবং প্রায় দুই থেকে তিন ঘন্টা সময় ধরে একে অপরের সঙ্গে গল্প করেন। এই বারটি আমেরিকার ম্যানহাটান প্রদেশের পূর্ব দিকে অবস্থিত। প্রত্যক্ষদর্শীরা জানায় গিগি ক্যামেরনের হাত ধরে অনেকক্ষণ ধরে হাঁটতে থাকেন এবং তাঁরা অনেকক্ষণ ধরে হাসাহাসি করতে থাকেন। তাদের সম্পর্কের বিষয়ে তারা কোনো মন্তব্য করেননি। গিগি এর আগে জান মালিকের সঙ্গে দীর্ঘদিন সম্পর্কে ছিলেন এবং টাইলার হেনা ব্রাউনের সঙ্গে সম্পর্কে এখনো রয়েছেন। গিগির বাড়িতে বেশ কয়েকবার টাইলার রাত্রি কাটিয়েছেন। এই রাত্রি কাটানোর ঘটনাটি নিয়ে মিডিয়া মহলে বেশ গুঞ্জন শোনা যায় কিন্তু সে সম্পর্কে কি কি অথবা টাইলার কারো কাছ থেকে কোন স্পষ্ট বক্তব্য জানা যায়নি। তারা পুরো বিষয়টিকে নিজেদের মধ্যেই রাখতে চাইছে। টাইলার হেনা ব্রাউনের সঙ্গে রাত কাটালেও গিগি’র সঙ্গ বেশি পছন্দ করছেন ইদানিং। টাইলার যখনই সুযোগ পান গিগির সঙ্গে সময় কাটান। গিগির সঙ্গে ঘনিষ্ঠতা নিয়ে হেনা ব্রাউন এর কাছ থেকে কোন মন্তব্য এখনো পর্যন্ত পাওয়া যায়নি।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x