গিপি গ্রেওয়াল অভিনীত ‘ডাকা’ ছবি ১লা নভেম্বর মুক্তি পাবে। এই ছবিতে এ গ্রিপ এর বিপরীতে অভিনয় করবেন বলিউডি অভিনেত্রী জেরিন খান। এই ছবিটির গল্প চিত্রনাট্য লিখেছেন গিপি গ্রেওয়াল নিজে। এই ছবিটির সংলাপ রচনা করেছেন নরেশ কাঠুরিয়া। এই ছবিটির সংগীত পরিচালনা করেছেন যতীন্দ্র শাহ। এই ছবিটির আবহসংগীত দিয়েছেন সানি ইন্দর। ছবিটি পরিচালনা করেছেন বলজিৎ সিং দেও। ছবিটি প্রযোজনা করেছেন ভুষণ কুমার, কৃষাণ কুমার, গিপি গ্রেওয়াল এবং রণভিত কউর গ্রেওয়াল। এই ছবিটি ১লা নভেম্বর মুক্তি পাবে।
Subscribe
Login
0 Comments