গিপি গ্রেওয়াল অভিনীত ‘ডাকা’ ছবির টিজার মুক্তি পেয়েছে। এই ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন গিপি গ্রেওয়াল এবং জেরিন খান। এই ছবিটি পরিচালনা করেছেন বলজিৎ সিং দেও। এই ছবিটি গল্প লিখেছেন গিপি গ্রেওয়াল। এই ছবিটির সংগীত পরিচালনা করেছেন রোজা করলি পায়েল দেব এবং জে.কে। এই ছবিটি প্রযোজনা করেছেন ভুষণ কুমার, কৃষাণ কুমার, গিপি গ্রেওয়াল, রনভিত কউর গ্রেওয়াল। এই ছবিটির এডিটিংয়ের কাজ সামলেছেন রোহিত ধিমান।
Subscribe
Login
0 Comments