গ্ৰিপি গ্ৰেওয়াল অভিনীত ‘ডাকা’ ছবিটি ১লা নভেম্বর মুক্তি পাবে। এই ছবিটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন গ্ৰিপি গ্ৰেওয়াল এবং জারিন খান। এই ছবিটি পরিচালনা করেছেন বলজিৎ সিং দেও। এই ছবিটি প্রযোজনা করেছেন ভুষণ কুমার, কৃষাণ কুমার, গিপি গ্রেওয়াল, রনভিত কউর। এই ছবিটির সংগীত পরিচালনা করেছেন রোচাক কোহলি, পায়েল দেব,জয় কে। এই ছবিটির গল্প ও চিত্রনাট্য লিখেছেন গিপি গ্রেওয়াল।
Subscribe
Login
0 Comments