গোলাপ আর চকলেটের প্রেম তো অনেক হলো, এবার হোক না একটু ‘চিনেবাদাম’ আর মিষ্টি প্রেম…

গোলাপ আর চকলেটের প্রেম তো অনেক হলো, এবার হোক না একটু ‘চিনেবাদাম’ আর মিষ্টি প্রেম…

একটি নির্ভেজাল মিষ্টি প্রেমের কাহিনী নিয়ে পরিচালক শিলাদিত্য মৌলিক আসতে চলেছেন। আজ সামাজিক মাধ্যমে পরিচালক শিলাদিত্য মৌলিক এবং অভিনেত্রী এনা সাহা এবং অভিনেতা যশ দাশগুপ্ত চিনেবাদাম‘ ছবিটির কথা একটি ছবি শেয়ার করার মধ্যে দিয়ে আমাদের সামনে নিয়ে আসেন। ‘চিনেবাদাম’ ছবিটি প্রযোজনা করছেন অভিনেত্রী এনা সাহা’র প্রযোজনা সংস্থা ‘জারেক এন্টারটেনমেন্ট’।
এই সিনেমাতে নতুন জুটি হয়ে আসছেন যশ দাশগুপ্তএনা সাহা। আর এটি একটি পুরোই প্রেমের গল্প, এক প্রেমের জুটিকে নিয়ে। এই সিনেমার বিষয়বস্তু নিয়ে শিলাদিত্য দা বলেন, “চিনে বাদাম কিন্তু আমাদের অনেকের কাছেই খুব নস্ট্যালজিক একটি বিষয়। আগে মানুষ ট্রামে চড়ে, পার্কে বসে, ময়দানে হাঁটতে হাঁটতে একসাথে চিনে বাদাম খেত। আর এমনিতেই যখন দুটি হাত একসাথে ওই বাদামের প্যাকেটে ঢোকে তখন অনুভূতিটাই অন্য রকম হয় আর কথায় আছে খাবার ভাগ করে গেলে নাকি তাতে ভালোবাসা বাড়ে। কিন্তু এখন সেই সব কোথায় হারিয়ে গেছে। আগে তো প্রেম হতো বাড়ির সবার থেকে লুকিয়ে, স্কুলের পাঁচিল টপকিয়ে। আরও কত হাজারো বাঁধা বিপত্তিকে পেরিয়ে দেখা করার একটা আলাদা অনুভূতি ছিল। কিন্তু এখন যেটা হয় সেটা হলো, রাতে বাড়ির সবাই ঘুমিয়ে পড়ার পর ফোনে গল্প, নাহলে সোশ্যাল মিডিয়াতে ক্ষনিকের চ্যাট আর ছবি পোস্ট করা যেটা দেখে মানুষ ভাবে তাঁরা কত সুখেই না একসাথে রয়েছে। আর এই সব কিছুর মাঝেই হারিয়েছে সেই অনুভূতি গুলি। তবে ফিরিয়ে আনার চেষ্টাই বলতে পারা যায় চিনে বাদাম”।

গল্পের মুখ্য চরিত্র দুটি কেমন তা নিয়ে প্রশ্ন করলে পরিচালক বলেন, “সিনেমাতে যশ এর চরিত্রের নাম ঋষভ আর এনার চরিত্রের নাম তৃষ্ণা। এই দুটি চরিত্রই কিন্তু খুব রিয়েলিস্টিক। আর তাঁর সাথে এনা এবং যশ খুব সুন্দর করে মানিয়ে নিয়েছে। কাহিনীতে ঋষভ আজকের দিনের আধুনিক ছেলে, যে কি না টেকনোলজি, সোশ্যাল মিডিয়া এগুলো নিয়েই থাকতে বেশি ভালোবাসে আর অপরদিকে তৃষ্ণা যে কী না এই সব একদম অপছন্দ করে। তবে এর থেকে আর বেশি বলতে পারবো না, পুরোটা জানতে গেলে দর্শককে সিনেমাটির অপেক্ষা করতে হবে এবং তা হলে গিয়ে দেখতে হবে।”

এই বিষয়টি নিয়ে সিনেমা বানানোর চিন্তা বা ভাবনা পরিচালকের কবে মাথায় আসে তা জিজ্ঞাসা করলে শিলাদিত্য দা বলেন, “দেখো পরিবর্তন যে হয়েছি এটা কিন্তু সবার চোখেই পড়েছে। প্রেমের মধ্যে যেন সেই অর্গানিক বিষয়টাই আর নেই হারিয়ে গেছে। তাই এই ভাবনাটা আমার অনেকদিন ধরেই ছিল আর ইচ্ছা ছিল এই বিষয়ে একটা সিনেমা তৈরী করবো।” এছাড়া সিনেমার এই নতুন জুটি বক্স অফিসে কতটা জাদু দেখাতে সফল হবে তা নিয়ে পরিচালক বলেন “বক্স অফিসে যেটা সাফল্য পায় সেটা হলো কাহিনীটা এবং সেই কাহিনীর সাথে দর্শকরা কতটা রিলেট করতে পারছেন। আর আমাদের সম্পূর্ণ চেষ্টা সেটাই যে যশ ও এনার চরিত্রের সাথে যেন দর্শকরা বেশি করে রিলেট করতে পারেন। এছাড়া এঁদের দুজনেরই একটা আলাদা বিশাল fan base রয়েছে। তাই আশা করা যাচ্ছে এই নতুন জুটি এবং এই সিনেমাটি বক্স অফিসে সাফল্য পাবে “।

চিনে বাদাম’ এর শ্যুটিং পর্ব এখনও শুরু হয়নি, তাই এখনও প্রস্তুতি কতটা এগিয়েছে সেই বিষয়ে পরিচালক জানান, “এখনও পর্যন্ত মুখ্য চরিত্র অর্থাৎ যশএনার কাস্টিং ঠিক হয়েছে বাকি কাস্টিং এখনও ফাইনাল হয়নি। তবে লোকেশান ঠিক হয়ে গেছে, স্ক্রিপ্ট রিডিং ও শেষ, গান তৈরী হচ্ছে। আশা করা যাচ্ছে বাকি কাজটুকুও খুব শীঘ্রই শেষ হয়ে যাবে এবং আগামী মাসের মাঝেই আমরা এর শ্যুটিং শুরু করে দিতে পারবো। “

‘চিনেবাদাম’ ছবিটি নিবেদন করেছেন এনা সাহা এবং বনানি সাহা। এই ছবিটির ক্যামেরার দায়িত্ব সামলাচ্ছেন সৌভিক বসু।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x