‘গোত্র’ ছবিটি ৫০দিন অতিক্রম করেছে। এই ছবিটির মধ্যে দিয়ে হ্যাটট্রিক করলেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায় জুটি। বছরের শুরুতে এই দুই পরিচালক জুটির প্রযোজিত ছবি ‘মুখার্জি দার বউ’ বক্সঅফিসে ৫০ দিন সাফল্যের সঙ্গে অতিক্রম করেছিল। শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায় জুটি পরিচালিত ও প্রযোজিত ছবি ‘কন্ঠ’ বক্সঅফিসে ১০০ দিন অতিক্রম করেছে। ‘গোত্র’ ছবিটি মুক্তি পায় জন্মাষ্টমী উপলক্ষে এবং শারদীয়া এ ছবিটি ৫০ দিন পূর্ণ করে। এই ছবিটির ৫০ দিন পূর্ণ উপলক্ষে রাজারহাটের নজরুল তীর্থ প্রেক্ষাগৃহে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই ছবিটির অভিনয়শিল্পীরা উপস্থিত ছিলেন। এই বছরটা শিবপ্রসাদ মুখোপাধ্যায় নন্দিতা রায় এর বছর বললে ভুল হবে না। বাণিজ্যিকভাবে তাদের প্রত্যেকটি পরিচালিত-প্রযোজিত ছবি সফল এবং সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে দারুন ভাবে। আগামী বছরের শুরুতে এই পরিচালক জুটির প্রযোজিত ছবি ‘লক্ষ্মী ছেলে’ আসতে চলেছে। এই ছবিটি ওযে বাণিজ্যিকভাবে সফল হবে তাই ছবিটির ফার্স্ট লুক পোস্টার দেখেই বোঝা যাচ্ছে।
Subscribe
Login
0 Comments