গ্র্যামি পুরস্কার বিজয়ী বিখ্যাত গায়িকা টেলর সুইফটের আগামী মিউজিক্যাল অ্যালবাম লাভার মুক্তি পেতে চলেছে। এই অ্যালবামটি আগামী ২৩ শে আগস্ট মুক্তি পাবে। সেভেন স্টুডিও অ্যালবাম এর মিউজিক লেভেল থেকে এই অ্যালবামটি প্রকাশিত হবে। এই অ্যালবামটি নিয়ে দর্শকদের মনে তুমুল উৎসাহ-উদ্দীপনা রয়েছে। এই অ্যালবামটির সঙ্গে সঙ্গে তার বয়ফ্রেন্ড জো অ্যালউইনের ঘনিষ্ঠতার কথা শোনা যাচ্ছে। শুনে যাচ্ছে আলভিন এর সঙ্গে তার তৃতীয় বছর পূর্তি উপলক্ষে এই অ্যালবামটি তিনি রিলিজ করছেন। এই অ্যালবামটিতে টেলার বিভিন্ন রোমান্টিক গান গেয়েছেন। গুঞ্জন শোনা যাচ্ছে টেলার এবং জো প্রায় তিন বছর ধরে একে অপরকে ডেট করছেন। 29 বছর বয়সী টেলার এখনো এই সম্পর্ক নিয়ে কোন সঠিক বক্তব্য রাখেন নি। টেইলারের আগে মুক্তি পাওয়া অ্যালবামগুলি যেমন ‘ইউ নিড টু কাম ডাউন’,’দ্য আর্চার’, এবং ‘মি’। টেলারের প্রত্যেকটি অ্যালবাম সারা বিশ্ব জুড়ে প্রবল জনপ্রিয় হয় এবং এই লাভার অ্যালবামটি নিয়ে দর্শকদের মধ্যে তুমুল উন্মাদনা রয়েছে। এই অ্যালবামটি ২৩শে আগস্ট মুক্তি পাবে
Subscribe
Login
0 Comments