‘গুন্ডু’ ছবির ট্রেলার আগামী ২৮শে আগস্ট মুক্তি পাবে। এই ছবির চিত্রনাট্য লিখেছেন এবং পরিচালনা করেছেন আথিয়ান অথিরাজ। এই ছবিটির সংগীত পরিচালনা করেছেন থেনমা। এই ছবিটির ক্রিটিং করেছেন সেলভা আর কে। এই ছবিটি প্রযোজনা করেছেন পি এ রঞ্জিত। এই ছবিটি স্টান্ট নির্দেশনা দিয়েছেন স্টানার স্যাম। এই ছবিতে দীনেশ, আনন্দি, রিথীবিকা,লিজেশ অভিনয় করবেন।
Subscribe
Login
0 Comments