গুরনাম ভূল্লারের পরবর্তী পাঞ্জাবি ছবি ১৮ ই অক্টোবর মুক্তি পাবে। এই ছবিটির নাম ‘বিলাতি যন্তর’। এই ছবিটিতে গুরনাম ভুল্লর, অমন সান্ধু ,ভাদা গ্রেওয়াল, সর্দার সোধি,মালকেত রৌনি,জার্নেল সিং, হার্দিক গিল, গুরমিত সাজান, সন্দ্বীপ মালি, গুরপ্রীত কর ভাঙ্গা, রুপিন্দর রুপি। এই ছবিটি পরিচালনা করবেন রঞ্জিত বল। এই ছবিটির চিত্রনাট্য লিখেছেন করন সান্ধু, ধীরাজ কুমার। এই ছবিটির প্রযোজনা করেছেন হার্জিন্দর সিংহ গাছা,নরেশ সিঙ্গলা।
Subscribe
Login
0 Comments