গুরু রান্ধাওয়া পাঞ্জাবি ছবি ‘তারামিরা’ প্রযোজনা করবেন। এই ছবিটি পরিচালনা করবেন রাজীব ঢিংরা। এই ছবিটিতে প্রধান চরিত্রে অভিনয় করবেন রঞ্জিত বাওয়া, নাজিয়া হুসেন, গুরপ্রীত ঘুগ্গি, যোগ রাজ, সুদেশ, সাউইন্দর মহল, অশোক পাঠক। এই ছবিটির গল্প লিখেছেন রাজীব ডিঙরা। এই ছবিটির চিত্রনাট্যও লিখেছেন ধীরাজ রতন। এই ছবিটির প্রযোজনা করেছেন গুরু রান্ধাওয়া, অশোক যাদব, রাজীব ডিংরা,জ্যোতি শিখৌ, শিল্পা শর্মা।এই ছবিটি ১১ই অক্টোবর,২০১৯ এ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
Subscribe
Login
0 Comments