গুরু রান্ধাওয়া নামটি শুনলেই মিষ্টি হাসি এবং মন মোহিত করা গানের কথা মনে পড়ে। গুরুরান্ধাবা গত ২৮ শে জুলাই ভেঙ্কুভারে একটি শো করছিলে ঠিক সেই সময় একটি লোক বেশ কয়েকবার স্টেজে উঠে আসার চেষ্টা করছিল গুরু তাকে বারবার উপরে উঠে আসতে মা নিষেধ করছিল কিন্তু সে বারবার উপরে উঠে আসার চেষ্টা করছিল। ওই লোকটি বারবার ব্যাকস্টেজে এর সাথে মারামারি করছিল। গুরু সব শেষ করে যখন স্টেট ছেড়ে যাবে ঠিক সেইসময় লোকটি স্টেজে উঠে তাকে সামনে পেয়ে সরাসরি তার ভ্রুর উপরে ঘুসি মারে এবং তখনই গুরুর বুক ফেটে যায় এবং সেখান থেকে গলগল করে রক্ত বেরোয় এরপর গ্রুপ স্টেজের সামনে এসে দাড়িয়ে সমস্ত দর্শককে পুরো ঘটনাটা জানায়। দর্শকের মধ্যে যেই ওই লোকটিকে আটকানোর চেষ্টা করছিল ওই লোকটি এবং তার বেশ কয়েকজন সঙ্গী তাদেরকে ঘুসি মারছিল এবং ঘুষি মারতে মারতে তারা সেখান থেকে চলে যায়। এরপর গুরুকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় এবং তার ভ্রুর ওপর চারটে সেলাই পড়ে। গুরু সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে টুইট করে একথা জানান কিন্তু এত কিছু সত্ত্বেও গুরু তার মাথা একটু গরম করেননি এবং টুইটার টুইট করে ওই লোকটি সৎ বুদ্ধি দেন এই কামনায় করেছেন। এও জানান ব্যাংক মনের মানুষের কাছ থেকে যে ধরনের ভালবাসা ও সমর্থন পেয়েছেন তার জন্য তিনি কৃতজ্ঞ এবং ভবিষ্যতেও তিনি ভ্যাঙ্কুভারে এসে আবার শো করতে চান।
Subscribe
Login
0 Comments