ভারতের অন্যতম জনপ্রিয় গায়ক গুরু রান্ধাওয়ার গাওয়া ‘সাহু’ ছবির ইন্নি সোনি গানটি ইতিমধ্যে চার্টবাস্টার। প্রত্যেকের মুখে মুখে এই গানটি শোনা যাচ্ছে। এই গানটি ইতিমধ্যেই ইউটিউব অন্যান্য মিউজিকাল স্ট্রিমিং অ্যাপ এ খুবই জনপ্রিয় হয়েছে। গুরু প্রাইভেট অ্যালবাম ‘স্লোলি স্লোলি’ যাতে তিনি আন্তর্জাতিক গায়ক পিট বুল এর সঙ্গে কোন কোলাব করেছিলেন প্রণ গানটি বিপুল জনপ্রিয় হয়। স্লোলি স্লোলি গানটি ইউটিউবে ইতিমধ্যে ১৭২ মিলিয়ন ভিউজ ছাড়িয়ে গেছে। এবার গুরু রানধাওয়ার পরবর্তী গান ‘মুয়েভেলো সেঞ্চুরা’ আন্তর্জাতিক গায়ক পিট বুল এবং টিটো এল বাম্বিনো কে দেখা যাবে। আন্তর্জাতিক সংগীতে এই দুই আন্তর্জাতিক গায়কের বিপুল পরিমাণ ফ্যান ফলোয়িং রয়েছে। এই কোলাবরেশন নিঃসন্দেহে দারুন হতে চলেছে।
Subscribe
Login
0 Comments