সোদপুরের যুবক পুলক চক্রবর্তী (৩৭) কর্মসূত্রে রয়েছেন সুদূর জার্মানিতে। গত শুক্রবার থেকে তার নিখোঁজ হওয়ার বার্তা এসে পৌঁছেছে ঘোলার বাড়িতে। এরপর থেকেই এই ঘটনা কে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বরাবরের মেধাবী ছাত্র পুলক পড়াশোনা শেষ করে সে দেশেই একটি তথ্যপ্রযুক্তি সংস্থায় উচ্চপদে কাজ করছেন। বার্লিনের একটি রেস্তোরাঁ সন্ধ্যাবেলায় তাকে শেষবারের মতো দেখা যায়। পরের দিন সকালে একটি লেকের ধারে পুলকের জামাকাপড় মোবাইল ও ফ্ল্যাটের চাবি উদ্ধার হয়েছে। জার্মানিতে পুলকের পরিচিত লোকজনও এখনও তার কোনো হদিস দিতে পারেনি। এই পরিস্থিতিতে জার্মানিতে ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ স্থাপন করার চেষ্টা করে পুলকের পরিবার। ব্যারাকপুর কমিশনারেটের মতে যে কোন সাহায্য লাগলে তারা একশো শতাংশ দিতে প্রস্তুত।
সোদপুরের যুবক নিখোঁজ জার্মানিতে
