জি.ভি. প্রকাশ কুমার এবং ঈশা রেবা অভিনীত ‘আয়িরাম জন্মাঙ্গল’ ছবিটির টাইটেল পোস্টার আজ মুক্তি পেয়েছে। এই ছবিটি পরিচালনা করেছেন এঝিল। এই ছবিটি মূলত একটি হরর কমেডি। এই ছবিতে সতীশ এবং নিকেশা পাটেল,ভেম্বা ও অভিনয় করেছেন। এই ছবিটি প্রযোজনা করেছেন সি. সত্য(অভিষেক ফিল্মস্ ব্যানারে)। এই ছবিটির অ্যাকশন স্টান্ট নির্দেশ দিয়েছেন কানাল কান্নান।
Subscribe
Login
0 Comments