হানসিকা মোটওয়ানির পরবর্তী ছবিটি হরর কমেডি হতে চলেছে। এই ছবিটিতে তিনি একজন পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করবেন যিনি ভুতের পাল্লায় পড়ে সমস্যায় জর্জরিত হয়েছেন। এই ছবিটির পরিচালনা করবেন কল্যান। এই ছবিটির নাম এখনো ঠিক করা হয়নি। এই ছবিটিতে হানসিকার সঙ্গে যোগী বাবু, মণিশ কণ্ঠ, থাঙ্গাদুরাই, রাজেন্দ্রন এবং পাজোয়া জোক অভিনয় করবেন। এই ছবিটির সংগীত পরিচালনা করবেন এ.এইচ কাশিফ।
Subscribe
Login
0 Comments