আজ জন্মদিন এমন একটি বিশেষ মানুষের যে তার অভিনয় দক্ষতায় বহু মানুষকে মুগ্ধ করেছে। তার প্রত্যেকটি ছবি নির্বাচন সত্যিই প্রশংসনীয়। জাতীয় পুরস্কারপ্রাপ্ত এই অভিনেতার নাম রাজকুমার রাও।

রাজকুমার রাও এর আগামী ছবিগুলির মধ্যে অন্যতম হলো ‘বাধাই দো’ যেখানে তিনি ভূমি পেডনেকার এর বিপরীতে অভিনয় করবেন। কৃতি স্যানন এর বিপরীতে একটি ছবিতে অভিনয় করবেন তিনি। এছাড়াও নেটফ্লিক্সের ‘মনিকা ও মাই ডার্লিং‘ এও তিনি হুমা কুরেশি, রাধিকা আপ্তে, সিকান্দার খের প্রমুখের সঙ্গে অভিনয় করছেন।

ভার্সেটাইল অভিনেতা রাজকুমার রাও এর গত বছর ‘ছালাং’, ‘রুহি’ এবং ‘দ্য হোয়াইট টাইগার’ ছবি মুক্তি পায়।
২০২০ সালে রাজকুমার রাও ‘লুডো’ এবং ‘শিমলা মির্চ’ এ অভিনয় করেন।
২০১৯ এ তার অভিনীত ‘জাজমেন্টাল হ্যায় কেয়া’ বক্স অফিসে সফল হয়েছিল। এই ছবিটিতে তার বিপরীতে কঙ্গনা রানাওয়াত অভিনয় করেন।

২০১৮ সালে রাজকুমার রাও এবং শ্রদ্ধা কাপুর অভিনীত ‘ স্ত্রী’ দর্শক এবং সমালোচকদের মন জয় করেছেন। ‘বারেইলি কি বারফি’ ছবিটিতে অভিনয়ের জন্য তিনি ফিল্মফেয়ারের বেস্ট সাপোটিং অ্যাক্টর পুরস্কার জেতেন।ওই বছরই তার অভিনীত ‘ওমের্তা’ সমালোচকদের মন জয় করে নেয়। ২০১৭ সালে রাজকুমার রাও অভিনীত ‘নিউটন’ ছবিটি সমালোচকদের মন জয় করে নেয় এবং এই ছবিটির জন্য স্টার স্ক্রীন আওয়ার্ডস এর ক্রিটিক্স চয়েজ বেস্ট অ্যাক্টর আওয়ার্ড জেতেন।

‘শাহিদ’ এবং ‘ট্রাপ’ এই দুটি ছবির জন্য রাজকুমার রাও ফিল্মফেয়ার এ বেস্ট অ্যাক্টর (ক্রিটিক্স অ্যাওয়ার্ড) জেতেন ২০১৪ এবং ২০১৮ সালে।
২০১৪ সালে ‘শাহিদ’ ছবিটিতে অভিনয়ের জন্য তিনি সেরা অভিনেতা জাতীয় পুরস্কার পান। ওই বছরই ‘কাই পো চে’ ছবিটিতে অভিনয়ের জন্য জি সিনে অ্যাওয়ার্ডস এ বেস্ট সাপোর্টিং অ্যাক্টর এর পুরস্কার জেতেন।

রাজকুমার রাও অভিনীত কয়েকটি বিখ্যাত ছবি হল ‘স্ত্রী’, ‘ছালাং’, ‘ওমের্তা’, ‘নিউটন’, ‘বারেইলি কি বারফি’, ‘আলিগড়’, ‘হামারি আধুরি কাহানি’, ‘সিটি লাইটস’, ‘কুইন’, ‘কাই পো চে’, ‘গ্যাংস অফ ওয়াসিপুর’, ‘গ্যাংস অফ ওয়াসেপুর টু’,।

TBH বাংলার পক্ষ থেকে গুণী অভিনেতা রাজকুমার রাও কে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা, ভালবাসা এবং অভিনন্দন।
