হরে কৃষ্ণ হরে কৃষ্ণ’ কি ভাবছেন আমি হঠাৎ কীর্তন করছি কেন? না, আসলে ‘হরে কৃষ্ণ’ একটি (১০ থেকে ১৫) মিনিটের মজাদার শর্ট ফিল্ম।মানে আপনি এই ফিল্ম যতক্ষণ দেখবেন ততক্ষণই হাসবেন।
এই ফিল্ম দেখলে যেমন বিনোদন পাবেন তারই সাথে কিছু শিক্ষা মূলক দিক ও দেখতে পাবেন। যেমন মানুষের বাহ্যিক ব্যবহার দেখে তাকে বিচার করতে নেই, তার সমন্ধে পুরোটা জানতে হয়।
এই ‘হরে কৃষ্ণ’ শর্ট ফিল্মের পরিচালক হলেন- হিন্দোল চক্রবর্তী ও প্রযোজক হলেন- জিৎ, গোপাল মদনানী, অমিত জুমরানির নির্মিত।
‘হরে কৃষ্ণ’ এই মজাদার শর্ট ফিল্মে অভিনয় করছেন-শুভময় চ্যাটার্জী, বুদ্ধদেব ভট্টাচার্য, রাজু মজুমদার, মন্টু মল্লিক, ফিরোজ আহমেদ, দেবাশীষ রায় আরো অনেকে।
এক কথায় বলতে গেলে ফুল এন্টারটেইনমেন্ট (বিনোদন) পেতে হলে দেখতেই হবে “হরে কৃষ্ণ”