হাওয়া খারাপ ? কেমন আবহাওয়া বিরহীর ?

উরিবাবা‘র ইউটিউব চ্যানেলে রিলিজ করলো প্রদীপ্ত ভট্টাচার্য্যের নতুন ওয়েব সিরিজ ‘বিরহী’র গান ‘হাওয়া খারাপ’। ‘

উরিবাবা’ একটি নতুন ফ্রি কনটেন্ট স্টেশন, এন্টারটেইনমেন্ট বেসড এই এই স্টেশনে ( তাদের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলে) বিনামূল্যে দর্শকরা দেখতে পাবে নানান স্বাদের ফিকশন, নন-ফিকশন সিরিজ। সেখানেই আসছে জাতীয় পুরস্কারপ্রাপ্ত এই পরিচালকের প্রথম ওয়েব সিরিজ ‘বিরহী’

এই সিরিজে অভিনয় করছেন সায়ন ঘোষ, সতক্ষী নন্দী, অনুরাধা মুখার্জী, অমিত সাহা, শ্রাবন্তী ভট্টাচার্য্য, দীপক হালদার ও অন্যান্যরা। সায়ন ঘোষ এর আগে প্রদীপ্ত ভট্টাচার্য্যের ছবি ‘রাজলক্ষ্মী ও শ্রীকান্ত’তে, অভিনয়ের জন্য পেয়েছেন বেস্ট প্রমিসিং অ্যাক্টরবিএফজেএ অ্যাওয়ার্ড’। বিরহী’র ট্রেলারে ও ‘হাওয়া খারাপ’ গানে নজর কেড়েছেন সায়ন সহ অন্যান্য অভিনেতারা। গানটি গেয়েছেন ও সুর করেছেন সাত্যকি ব্যানার্জী, সিরিজের আবহ সঙ্গীতেও রয়েছেন তিনি।

গানটি লিখছেন ‘উৎপল বসু’। প্রদীপ্ত ভট্টাচার্য্যর ‘বাকিটা ব্যাক্তিগত’, ‘রাজলক্ষ্মী ও শ্রীকান্ত’ ছবিগুলির থেকে অন্য ধারার এই সিরিজটি একটি রোমান্টিক-থ্রিলার। বিরহী নামক একটি গ্রামে চলবে ঘটনাপ্রবাহ, সেখানকার একমাত্র প্রাইমারি স্কুলে শিক্ষক হয়ে আসবেন কৃষ্ণ মাস্টার সায়ন ঘোষ

এই থ্রিলার সিরিজে গ্রাম বাংলার মানুষের জীবনযাপন, বিভিন্ন পারফর্মিং আর্টস, লোক সঙ্গীত, শিল্প-সংস্কৃতির ছোঁয়া রয়েছে ভরপুর। ‘উরিবাবা’ নিবেদিত প্রদীপ্ত ভট্টাচার্য্য পরিচালিত ওয়েব সিরিজ ‘বিরহী’ আসছে খুব শীঘ্রই ‘উরিবাবা’র ইউটিউব চ্যানেলে। 

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x