বয়স হলে চুল স্বাভাবিক কারণে পাকে । অল্প বয়সে চুল পাকলে মানুষ কে বয়স্ক দেখায় বিশেষত মেয়ে দের । আওকালে মাথার একটা চুল একেবারে উঠে গেলে মাথায় যে তাকে পরে যায় সেখানে আমলকি থেঁতো রস মাখলে উপকার পাবেন । ডিমের কুসুম মাখলে চুল ঘন হবে । জবা ফুলের রস নারকেল তেল এ মিশিয়ে মাখুন । মাথায় নতুন চুল গজাতে দূর্বা ঘাস থেঁতো করে নারকেল তেলের সাথে মিশিয়ে মাখুন । এতে নতুন চুল গজায় ।
Subscribe
Login
0 Comments