২০১৯ সালে সর্বোচ্চ আয়কারী নায়িকাদের প্রথম ১০ জনের তালিকায় নেই কোন ভারতীয় অভিনেত্রী। এই তালিকায় সবার প্রথমে রয়েছেন স্কারলেট জনসন (আয়৬৬ মিলিয়ন ডলার), দ্বিতীয় স্থানে রয়েছেন সফিয়া ভার্গারা (যার আয় ৪১.১ মিলিয়ন ডলার), তৃতীয় স্থানে রয়েছেন রিজ্ উইদার্সপুন( যার আয় ৩৫ মিলিয়ন ডলার), চতুর্থ স্থানে রয়েছে নিকোলে কিডম্যান (যার আয় ৩৪ মিলিয়ন ডলার) পঞ্চম স্থানে রয়েছেন জেনিফার অ্যানিস্টোন( যার আয় ২৮ মিলিয়ন ডলার), ষষ্ঠ স্থানে রয়েছেন ক্যালে কুয়োকো (যার আয় ২৫ মিলিয়ন ডলার), সপ্তম স্থানে রয়েছেন এলিজাবেথ মস (যার আয় ২৪ মিলিয়ন ডলার), অষ্টম স্থানে রয়েছেন মার্গট রবি (যার আয় ২৩.৫ মিলিয়ন ডলার), নবম স্থানে রয়েছেন চার্লিজ থেরন (যার আয় ২৩ মিলিয়ন ডলার) এবং দশম স্থানে রয়েছেন এলেন পম্পেও (যার আয় ২২ মিলিয়ন ডলার)।
Subscribe
Login
0 Comments