বাংলাদেশের প্রতিভাবান অভিনেতা রোশান অনন্য মামুনের পরবর্তী ছবি ‘মেকআপ’ এ অভিনয় করবেন। এই ছবিতে রশান ছাড়াও তারিক আনাম অভিনয় করবেন। মিডিয়া জগতের অন্দরমহল এর বিভিন্ন গল্প মিডিয়ার ব্যক্তিত্বদের পর্দার অন্তরালের গল্প এই ছবিটির মধ্যে দিয়ে দেখা যাবে। এই ছবিটির শুটিং ২রা জুলাই থেকে সুনামগঞ্জে শুরু হয়। এই ছবিটির শুটিং পুরনো ঢাকা, ভারতের রামোজি ফিল্ম সিটি এবং বাংলাদেশের মানিকগঞ্জে এই ছবিটির শেষ দিকের শুটিং চলছে। এই ছবিটির টিজার আগামী মাসে মুক্তি পাবে। এই ছবিটি মুক্তির ব্যাপারে পরিচালক বলেন তিনি চেষ্টা করছেন যাতে এই ছবিটি এ বছরে মুক্তি পায়। এই ছবিটি হিন্দি এবং বাংলা দুটি ভাষাতেই মুক্তি পাবে। ভারতে এই ছবিটিকে মুক্তি পাওয়ানোর প্রচেষ্টা চালাচ্ছেন প্রযোজকরা।
Subscribe
Login
0 Comments