হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন নুসরাত, মা-ছেলে দুজনেই সুস্থ আছেন বলে খবর। আজ বেলার দিকে ছেলে ঈশানকে সাথে নিয়ে বাড়ি ফিরলেন অভিনেত্রী-সাংসদ।

তাদের নিয়ে নিজে গাড়ি ড্রাইভ করে নুসরাতের বালিগঞ্জের বাড়িতে ফিরলেন অভিনেতা যশ। সকাল থেকেই হাসপাতাল চত্বরে নুসরাতের অনুরাগীদের ভিড় ছিল চোখে পড়ার মত। প্রসঙ্গত গত বুধববার রাতে পার্কস্ট্রিটের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন তিনি, পরদিন সকালেই পুত্র সন্তানের জন্ম দেন।

সেপ্টেম্বরের শুরুতে বেবি ডেলিভারির তারিখ থাকলেও কিছু সমস্যার জন্য আগষ্টের শেষের দিকে এগিয়ে আনেন চিকিৎসকরা। এই পুরো জার্নিতে অভিনেত্রীকে সবসময় পজিটিভ থাকতে দেখা যায়। পাশে পেয়েছেন যশ, পরিবার ও বন্ধু-বান্ধবীদের।
