বিখ্যাত কোরিওগ্রাফার-ডিরেক্টর রেমো ডিসুজার আগামী ছবি ‘স্ট্রীট ডান্সার থ্রিডি’ছবির শুটিং শেষ হয়ে গেছে। এই ছবিতে অভিনয় করেছেন বরুণ ধাওয়ান, শ্রদ্ধা কাপুর, প্রভুদেবা, নোরা ফাতেহি, রাঘব জুয়াল, পুনিত পাঠক, ধর্মেশ ইয়েলান্দা। এই ছবিটি আগামী বছর ২৪ শে জানুয়ারি মুক্তি পাবে। এই ছবিটির জন্য বরুণ ধাওয়ান ৩৩ কোটি টাকা পারিশ্রমিক পেয়েছেন। এই ছবিটির জন্য তার সাইনিং অ্যামাউন্ট ছিল প্রায় ১০-১১ কোটি টাকা। বরুণ ধাওয়ান এমন একজন অভিনেতা যিনি তার প্রত্যেকটি ছবি তে ভিন্ন ভিন্ন রূপে অভিনয় করে বক্স অফিসে অসাধারণ সাফল্য পেয়েছেন তাই তার এই পারিশ্রমিক পাওয়া কোন অস্বাভাবিক ব্যাপার নয়।
Subscribe
Login
0 Comments