হৃত্বিক রোশন এবং টাইগার শ্রফ অভিনীত ‘ওয়ার’ ছবির দ্বিতীয় গান ‘জয় জয় শিব শংকর’ ইউটিউবে ৩১ মিলিয়ন ভিউজ অতিক্রম করেছে। এই গানটি গেয়েছেন বেনি দয়াল, নাকাশ আজিজ এবং বিশাল দাদলানি। এই গানটির সংগীত পরিচালনা করেছেন বিশাল দাদলানি-শেখার রবজিয়ানি। এই গানটি রচনা করেছেন কুমার। গানটির কোরিওগ্রাফি করেছেন বস্কো মার্টিস। এই গানটিতে ডান্স প্রেমীদের কাছে এক অসাধারণ ট্রিট। ঋত্বিক এবং টাইগার নিজেদের ১০০ শতাংশ উজাড় করে দিয়েছেন এই গানটির জন্য। ঋত্বিক এবং টাইগার কে একসাথে একই ছবিতে এবং একই গানে নাচতে দেখে দর্শকেরা খুবই আপ্লুত হয়েছে। এই ছবিটি আগামী ২রা অক্টোবর মুক্তি পাবে।
Subscribe
Login
0 Comments