অভিনেতা হৃত্বিক রোশন আমেরিকার একটি বিখ্যাত এজেন্সির বিচারে বিশ্বের সবচেয়ে সুশ্রী পুরুষ ২০১৯ হিসেবে বিবেচিত হন। ২০১৭ সালে তিনি এই তালিকায় চতুর্থ স্থানে ছিলেন এবং ২০১৮ সালে তিনি এই তালিকায় তৃতীয় স্থানে ছিলেন।২০১৯ সালে তিনি এই তালিকায় শীর্ষস্থান লাভ করেন। হৃত্বিক রোশনকে ‘গ্রিক গড অফ বলিউড’ বলা হয়। বর্তমানে ঋত্তিক রোশনের হাতে বেশ কয়েকটি ছবি রয়েছে। বর্তমানে তিনি টাইগার শ্রফ এর সঙ্গে ওয়ার ছবিটিতে অভিনয় করছেন যেটি আগামী দোসরা অক্টোবর মুক্তি পাবে। এছাড়াও ‘সত্তে পে সাত্তা’ রিমেক এবং ‘ক্রিশ ফোর’ ছবি টিও আগামী বছর মুক্তি পাবে।
Subscribe
Login
0 Comments