সুপারস্টার হৃত্বিক রোশন এবং টাইগার শ্রফ অভিনীত ‘ওয়ার’ ছবিটির ট্রেলার মুক্তি পেয়েছে। এই ছবিটির ট্রেলার আজ সকাল ১০টায় মুক্তি পায়। এই ছবিটির ট্রেইলার দেখে বুঝতে পারবেন না এটি বলিউডি ছবি না কোন হলিউডে ছবি। প্রত্যেকটা লোকেশন, অ্যাকশন স্টান্ট কোরিওগ্রাফি, ক্যামেরার ফ্রেম, অ্যাকশন সিকুয়েন্স, চেজিং সিকুয়েন্স, ব্যাকগ্রাউন্ড মিউজিক, অভিনয় ,সংলাপ সবকিছু মিলিয়ে এককথায় অনবদ্য অসাধারণ। এই ছবিতে ঋত্বিক অভিনীত চরিত্রের একটি ডায়লগ আছে তিনি দর্শকদের মন ছুয়ে যাবে। ট্রেলার এর শেষদিকে এই ডায়লগটি বা সংলাপটি তিনি টাইগার শ্রফের উদ্দেশ্যে বলেছেন”খালিদ কাভি মেরা স্টুডেন্ট হুয়া কারতা থা, আব শায়েদ উসে লাগতাহে আপনি টিচার সে আগে নিকাল গায়া হে”। এই ছবিটি পরিচালনা করেছেন সিদ্ধার্থ আনন্দ। এই ছবিটিতে ঋত্বিক কবিরের চরিত্রে টাইগার খালিদের চরিত্রে এবং আশুতোষ রানা কর্নেল লুথেরিয়ার চরিত্রে অভিনয় করছেন। এই ছবিতে নায়িকা চরিত্রে অভিনয় করছেন ভানি কাপুর যাকে কয়েকটি দৃশ্যে গানের তালে নাচ করতে দেখা যায়। এই ছবিটি প্রযোজনা করেছেন আদিত্য চোপড়া ইয়াশ রাজ ফিল্মসের ব্যানারে। এই ছবিটির গল্প লিখেছেন আদিত্য চোপড়া এবং সিদ্ধার্থ আনন্দ। এই ছবিটির সংগীত পরিচালনা করেছেন বিশাল এবং শেখর। এই ছবিটির লিরিকস লিখেছেন কুমার। এই ছবিটির ডিওপির কাজ সামলেছেন বেঞ্জামিন জ্যাসপার। এই ছবিটি আগামী ২রা অক্টোবর মুক্তি পাবে। এই ছবিটির ট্রেলার দর্শকদের অবশ্যই ভালো লাগবে এবং এই ছবিটি বক্স অফিসে যে অনেক রেকর্ড গড়বে তা বলার অপেক্ষা রাখে না।
Subscribe
Login
0 Comments