হুলো আর মেনির প্রেম দেখেছেন? আরে এ যে সে হুলো আর মেনি নয়। এ হলো সাক্ষাৎ মানুষ হুলো আর মানুষ মেনি। কথায় আছে না ,ঝগড়া করলে প্রেম বাড়ে। ঠিক তেমনই এই প্রেমে যেমন আছে ভালোবাসা, তেমনই আছে মিষ্টি ঝগড়াও। আর ঝগড়ায় গভীর করবে তুলবে আমাদের হিরো-হিরোইনের মিষ্টি প্রেম।
DEZINIAX STUDIOS -এর পরিবেশনায় শীঘ্রই মুক্তি পেতে চলেছে –“হুলো & মেনি “ । গতকাল থেকে শুরু হয়েছে সিনেমার শ্যুটিং। সিনেমায় অভিনয় করবে –শুভম দত্ত ,স্বরলিপি ঘোষ এবং বিকাশ বাসু। পরিচালনাই থাকবে- পৃথ্বীশ দাশগুপ্ত। সিনেমার গানের কৃতিত্বে থাকছে- রাজদীপ দাশগুপ্ত।
প্রেম মানেই কিন্তু বন্ধুত্ব। ভালো বন্ধু না হলে কিন্তু ভালো প্রেমিক হওয়াও যায়না। আর এই গল্পের হিরো-হিরোইনের মধ্যে রয়েছে যেমন প্রেম, তেমনই গভীর বন্ধুত্ব। গল্পের হুলো আর মেনি কিন্তু আমাদের বাস্তব জীবনে দেবে friendship – couple goals। ভালো বন্ধু থেকে কি করে ভালোবাসা যায় অথবা ভালোবাসা থেকে কি করে ভালো বন্ধু হওয়া যায় , তার এক মজার গল্পই আমরা দেখতে পাবো এই ছবিটিতে। সবার মনকে নাড়া দিতে খুব তাড়াতাড়িই আমরা দেখতে পাচ্ছি “হুলো & মেনি “-কে ইউটিউব এ।