রোমহর্ষক রহস্য গল্পের পর মিষ্টি প্রেমের খুনসুটিতে ভরা “হুলো & মেনি”র শুটিং এর গল্প

“দাবারু”র মত রোমহর্ষক রহস্য গল্পের ট্রেইলার বেরোনোর পর পরিচালক পৃথ্বীশ দাশগুপ্ত আরেকটি সিনেমার প্রস্তুতি চলছে জোরকদমে।


           সম্প্রতি “হুলো & মিনি” এর শুটিং শুরু হয়ে গেছে সূত্রের খবর অনুযায়ী।”দাবারু” যেমন একটি রহস্য গল্প , ” হুলো & মেনি” একেবারে তার বিপরীত আলাদা স্বাদের একটি প্রেমের গল্প নিয়ে আসছে। আর প্রেম মানেই সেখানে রয়েছে অভিমান , খুনসুটিতে ভরপুর মজার গল্প।
ছবিটিতে অভিনয়ে দেখা যাবে –শুভম দত্ত ,স্বরলিপি ঘোষ এবং বিকাশ বাসুকে।


                    “হুলো & মেনি” এর গল্প নিয়ে আমরা যেহেতু আগেই জেনেছি অনেক কিছু, তাই এর গল্প নিয়ে নতুন করে আর বিশেষ কিছু বলার নেই।শুধু এবার অপেক্ষার ছবিটি কত টা ভালো হতে চলেছে।


আর সূত্রের খবর অনুযায়ী এই মহামারী পরিস্থিতিকে মাথায় রেখে খুব সুন্দর ভাবে শুটিং এর কাজ এগিয়ে চলেছে। শ্যুটিং এর কিছু দৃশ্য দেখে এখনই বোঝা যাচ্ছে “হুলো & মেনি” অদ্ভুত সুন্দর এই মিষ্টি নামটার মতোই একটা চমৎকার মিষ্টি ছবি আমরা উপহার পেতে চলেছি DEZINIAX STUDIOS -এর পরিবেশনায়।

আমাদের জীবনে যে সমস্ত মিষ্টি প্রেমের ঘটনা গুলো দেখা যায় সেই সমস্ত ঘটনা নিয়েই তৈরি হবে এই ছবিটি। আশা করা যায় প্রেমিক প্রেমিকা সহ যাঁরা প্রেমে আছেন এবং যাঁরা প্রেমে নেই সেই সমস্ত ব্যাচেলর মানুষদের মনেও হালকা প্রেমের ছোঁয়া অবশ্যই দেবে এই ছবিটি।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x