‘সামিয়ানা’ গানটির ভিডিওটির এর কথা মনে পড়ছে। রক্তিম চৌধুরী এবং গার্গী কুন্ডু অভিনীত ‘সামিয়ানা’ গানটির কথা বলছি।
এই গানটিতে অভিনয় করলেন অভিনেত্রী গার্গী কুন্ডু সকলের নজরে আসেন এবং তার অভিনয়ের যথেষ্ট প্রশংসা হয়।

গার্গী ছোটবেলা থেকেই অভিনয়টা পছন্দ করতেন। তিনি খুব ছোট বয়স থেকেই নাচ শেখা শুরু করেন। ‘রাজাশ্রী ডান্স একাডেমি’তে তিনি ভারতনাট্যম নাচ শেখা আরম্ভ করেন। প্রায় ১৪ বছর তিনি ওই একাডেমিতে ভারতনাট্যম( ক্লাসিকাল) ডান্স শেখেন।
কলেজে ফার্স্ট ইয়ারে ভর্তি হওয়ার পর তিনি ‘স্বস্তিক ডান্স একাডেমি’তে প্রায় তিন বছর বলিউড কনটেম্পোরারি নাচ শেখেন।
২০১৮ সালে তার থিয়েটারে হাতে খড়ি হয়। ২০১৮ সালে তিনি ‘নান্দীকার’থিয়েটার গ্রুপে লার্নার ওয়ার্কশপে যোগ দেন। এছাড়াও নাটঘর থিয়েটার গ্রুপ, ‘নিভা আর্টস অ্যাকাডেমি’তে কয়েক মাস থিয়েটার শেখেন। তিনি এখন ‘গড়িয়া বেঙ্গল ড্রামাবাজ’ গ্রুপে অভিনয় করছেন এবং ‘বেঙ্গল স্কুল অফ ড্রামা’র সঙ্গেও যুক্ত রয়েছেন।

তিনি অপ্টোমেট্রিও পাস করেন এবং বেশকিছু এনজিওর সাথে যুক্ত হয়ে কিছু ফ্রি আই ক্যাম্পও করেছেন।

অভিনেত্রী গার্গী কুন্ডু বেশকিছুদিন মুক শিল্পী হিসেবেও কাজ করেছেন।
তার ভবিষ্যৎ প্রজেক্ট সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি বলেন বেশ কিছু ছবি এবং ওয়েব সিরিজ নিয়ে কথাবার্তা চলছে তবে অতিমারির কারণে এখনও ফাইনাল হয়নি।

তিনি ভবিষ্যতে একটি এনজিও প্রতিষ্ঠা করার কথা পরিকল্পনা করেছেন এবং সঠিক সময় তিনি সেটি করবেন বলেও জানান। তিনি চান আর্ত মানুষের পাশে দাঁড়াতে এবং বিভিন্ন সেবামূলক কাজের সাথে যুক্ত থাকতে। তিনি বেশকিছু হাসপাতাল এবং স্বেচ্ছাসেবী সংস্থার সাথে যুক্ত হয় বেশকিছু ফ্রি আই ক্যাম্প করেছেন এবং ভবিষ্যতেও করবেন বলে জানান।