If everything goes well, then “Kacher Manush” will release in Durga Puja

বর্তমান পরিস্থিতি ভালো না, তবে তার মধ্যেও খানিক তাজা শ্বাস নিজের জন্যে খুঁজে বের করতে চাইছেন মানুষ। করোনা আবহের পর থেকে সেই হিসাবে কোনো বাংলা ছবি বক্স অফিস কাঁপায়নি। তবে গত বছরের শেষে বড়দিনে বাংলার সিনেমা প্রেমীদের “টনিক” দিয়েছে উপহার। তারপর এই নতুন বছরের শুরুতেই দর্শকদেরকে উপহার হিসাবে সুপারস্টার দেব জানিয়েছিল তাঁদের ড্রিম প্রজেক্ট “প্রজাপতি” এর কথা। আর এবারে আবারও একটি সুখবর রয়েছে বাংলা সিনেমা প্রেমীদের জন্যে। প্রথমবার বড় পর্দায় আসতে চলেছে একটি দুর্দান্ত জুটি। এই জুটিকে আগে ‘জুলফিকার’ এ আগে দেখা গেলেও সেই ছবি ছিল মাল্টি স্টারকাস্ট। তাই সেই হিসাবে একফ্রেমে এই জুটিকে পাওয়া যায়নি। তবে এবারে দূর্গা পূজাতে প্রথমবার রুপোলি পর্দাতে দেখা যাবে সুপারস্টার দেব-প্রসেনজিৎ কে মুখোমুখি। এই নতুন বছরের শুরুতে আবারও সুখবর দিয়েছেন দেব। তিনি তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলের মাধ্যমে জানিয়েছেন যে, “বর্তমানের এই অনিশ্চিত পরিস্থিতিতে যদি সব কিছু ঠিক থাকে তাহলে তাঁর আগামী ছবি “কাছের মানুষ” মুক্তি পাবে আসন্ন দূর্গা পূজাতে।

অভিনেতা এবং প্রযোজক হিসাবে “কাছের মানুষ” দেবের পরবর্তী ছবি। এই ছবিটি পরিচালনা করছেন, পরিচালক পথিকৃৎ বসু। এই ছবিতে দেবের বিপরীতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন সকলের খুব প্রিয় বুম্বাদা অর্থাৎ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। আর এই জুটিকে দেখার জন্যে অধীর আগ্রহে অপেক্ষা করছেন সকল দর্শকেরা। এই ছবির পোস্টারে, এই দুই চরিত্রকে একটি রেল লাইনের উপরে মুখোমুখি বসে থাকতে দেখা যায় এবং ওপর থেকে ছুটে আসছে একটি ট্রেন। তবে তাতে তাদের মোটেও ভ্রুক্ষেপ নেই। এই ছবিটি যে দুর্দান্ত হতে চলেছে তেমনটাই মনে করা হচ্ছে। এছাড়াও এই ছবিতে রয়েছেন অভিনেত্রী ঈশা সাহা। জানা যাচ্ছে খুব শীঘ্রহি এই ছবির শ্যুটিং পর্ব জোর কদমে শুরু হতে চলেছে।

এই বছরের বহু প্রতীক্ষিত ছবির তালিকার মধ্যে নাম লিখিয়েছে “কাছের মানুষ” ছবিটি। পরিস্থিতি সঠিক হলে পূজাতেই ছবিটি মুক্তি পাওয়া যাবে জানা গাছে এখনও পর্যন্ত, তবে ঠিক কোন তারিখে তা মুক্তি পেতে পারে তা এখনও জানা যায়নি। বাংলা বিনোদন জগতের বাণিজ্যিক ভাণ্ডারে যে ভাটা পড়েছিল এবারে মনে হচ্ছে তা বেশ ভালোই ঘুঁচবে। ইতিমধ্যেই ‘টনিক’ পাল্লা দিচ্ছে হলিউড-বলিউডের সাথে। এবং বলা বাহুল্য বক্স অফিসের সাফল্যতা দেখাচ্ছে শুভ দিক। আর এর মধ্যেই নতুন বছর পড়তেই সুপারস্টার দেব জানিয়ে দিল সুখবর। একদম ডবল ডোজ নিয়েই এই নতুন বছরে নামছেন অভিনেতা দেব। বর্তমানে তার আসন্ন ছবি “কাছের মানুষ”, আর এখন তারই দিন গুনছেন দর্শক।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x