আমির খানের ভাগ্নে-র পকেট ফাঁকা

আমির খানের ভাগ্নে-র পকেট নাকি ফাঁকা । বৌ ছেড়ে চলে যাচ্ছে । আমরা বলছি না এমন টাই বলছে কিছু মিডিয়া । গত কাল থেকে ই হৈচৈ পরে গাছে কয়েকটি প্রথম শ্রেণীর মিডিয়া-এ এই খবর প্রকাশনার পরে । আমির খানের ভাগ্নে ইমরান খান নাকি প্রায় ৫ বছর কোনো কাজ পাচ্ছেন না ইন্ডাস্ট্রি থেকে তাই তার পকেট ফাঁকা আর সেই কারণেই তার স্ত্রী অবন্তিকা তাকে ছেড়ে দিচ্ছেন । খুব শিগগিরই নাকি তিনি বিবাহ বিচ্ছেদ এর জন্য আদালতের দ্বারস্থ হবেন । যাই হোক এখন এটাই দেখার এটা সত্যি নাকি ইন্ডাস্ট্রি এর নতুন গুঞ্জন ।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x