একের পর এক দুর্গা পূজার গান মুক্তি পাচ্ছে বিভিন্ন ইউ টিউব চ্যানেলে। প্রতিটি গানই মন মাতানো। কিন্তু এই পুজোর মরশুমে আমাদের সকলের হৃদয়ের কাছের রক্তিম আর জ্যোতি কি করছেন????? আমরা সবসময়ই তাঁদের নতুন গান মুক্তি পাওয়ার অপেক্ষায় বসে থাকি।তাঁদেরকে একসঙ্গে জুটি বেঁধে গান গাইতে দেখলেই শ্রোতাদর্শকদের মন ভরে যায়।
আর তাই তো এবার অপেক্ষার অবসান ঘটিয়ে তাঁরা জুটি বেঁধে পুজোর গান বাঁধলেন শ্রোতাদর্শকদের উপহার দেওয়ার জন্য। পুজোর নতুন গান “ও দুগ্গা মা” কিছু মুহূর্ত আগেই মুক্তি পেল জ্যোতি শর্মার ইউ টিউব চ্যানেলে । আর সেই গানের সুরে মাতলেন তাঁর ভক্তরা।
গানে পরনে লাল পেড়ে সাদা শাড়িতে,গা ভর্তি গহনায় জ্যোতি কে এবং লাল পাঞ্জাবীতে রক্তিম কে দেখা গেল একেবারে সাবেকি সাজে। তাঁদের দুজনকে একসাথে দেখে আবারও চোখ জুড়ালো ।
অসাধারণ সুন্দর লিরিক্স,সুর,এবং গায়কীতে তাঁরা মাতালেন সবাইকে। আর সঙ্গে জমজমাটি পুজোর পরিবেশ, সব মিলিয়ে একটা দুর্দান্ত প্যাকেজ। গানে গানে তাঁরা বললেন মায়ের প্রতি বছর ধরণীতে আসার কথা,মায়ের ভুবনমোহিনী রূপের কথা ,বাঙালির মায়ের প্রতি ভালোবাসার কথা,সবশেষে সিঁদুর খেলা এবং তাঁর বিদায়ের কথা ।
এত সুন্দর গান টির কম্পোজ কে করেছেন???এবং লিরিক্স কার জানেন????রক্তিম । হ্যাঁ , বন্ধুরা গানটি কম্পোজ করেছেন রক্তিম স্বয়ং এবং লিরিক্স ও তাঁরই।এটি রক্তিম চৌধুরী এবং জ্যোতি শর্মার একটি দ্বৈত সঙ্গীত ।
আশা করা যাচ্ছে গানটি দারুন সাফল্য পাবে। শুভ শারদীয়ার অনেক ভালোবাসা ও শুভেচ্ছা রইল রক্তিম-জ্যোতি জুটির জন্য।