ইন্দো বাংলাদেশ যৌথ উদ্যোগে রবীন্দ্র সংগীতের অ্যালবাম প্রকাশিত হলো। এই রবীন্দ্র সংগীত গুলি দিয়েছেন কিংবদন্তি গায়িকা হৈমন্তী শুক্লা এবং বাংলাদেশের জাতীয় পুরস্কারপ্রাপ্ত জনপ্রিয় কণ্ঠশিল্পী ডক্টর অরূপ রতন চৌধুরী। মঙ্গলবার কলকাতা প্রেসক্লাবে প্রকাশিত হয় ‘দাঁড়িয়ে আছ তুমি আমার’ মিউজিক অ্যালবামটি। এই অ্যালবামটি প্রকাশের সময় উপস্থিত ছিলেন কিংবদন্তি অভিনেতা এবং কণ্ঠশিল্পী সৌমিত্র চট্টোপাধ্যায়। সৌমিত্র বাবু তার ভাষ্যপাঠ এর মধ্যে দিয়েই মঙ্গলবারে এই রবীন্দ্র সংগীতের অ্যালবামটি প্রকাশিত করেন। সেখানে বিশিষ্ট অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের ভারপ্রাপ্ত সেচমন্ত্রী রাজীব বিশ্বাস মহাশয়,মেয়র পারিষদ দেবাশীষ কুমার সেন এবং পশ্চিমবঙ্গ নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনের প্রেস সচিব মোফাক খারুল ইকবাল। এই রবীন্দ্র সংগীতের অ্যালবামটিতে মোট পাঁচটি গান আছে। ‘সেদিন দুজনে দুলে ছিল বনে’,’ আমার পরান যাহা চায়’,’ দাঁড়িয়ে আছ তুমি আমার’,’ তোমার কাছে এ বর মাগি’, ‘তোমার পূজার ছলে তোমায়’। কিংবদন্তি কণ্ঠশিল্পী হৈমন্তী শুক্লা এর পূর্বে বহুবার বাংলাদেশ দিয়ে বিভিন্ন সঙ্গীতানুষ্ঠানে পারফর্ম করে এসেছেন। এই ইন্দু বাংলাদেশের মেল বন্ধনে তিনি যথেষ্ট খুশি এবং উতসাহি এবং তিনি দেশের শিল্পীরা উভয় দেশ এগিয়ে এবং একসাথে যৌথভাবে যেন কাজ করে। অপরদিকে ডক্টর অরূপ রতন চৌধুরী মহাশয় ও হৈমন্তী শুক্লার সঙ্গে কাজ করতে পেরে ভীষণ খুশি এবং আপ্লুত। তিনি এও জানান তিনি ভবিষ্যতে ও জান এভাবে অন্যান্য ভারতীয় তথা বাংলার শিল্পীদের সঙ্গে গান গাইতে তাদের সঙ্গে যৌথভাবে কাজ করতে।
Subscribe
Login
0 Comments