
আজ ১৫ই আগস্ট, মুক্তি পেল Hindi rap song। Music vedio। ‘INSAAN ‘। পরিচালক-প্রিয়ম চন্দ, সুরকার- ইন্দ্রনীল চ্যাটার্জী, প্রডিউসার- ইলা দাশগুপ্ত,Lyrics & rap-সুশোভন দাশগুপ্ত।
একটি অসাধারণ গান। আমাদের সমাজ- সংস্কৃতি যে কতটা মানুষকে পরাধীন করে রেখেছে এই গান এর মূল কথা টি এটাই। মানুষ এই পৃথিবীতে কারো দাস হয়ে আসেনি, যে তাদের নিয়মের বেড়াজালে বেধে রাখতে হবে। মানুষ যাতে সত্যিই স্বাধীন হতে পারে সেটাই বলা হয়েছে গান টিতে।স্বাধীনতা দিবসে এমনই একটি গান দেখুন এবং মনকে আরও শক্ত করুন যাতে মানুষের কুটুক্তি, সমালোচনা কানে না যায়।

আমাদের দেশ বহুদিন আগে স্বাধীন হয়েছে ঠিকই কিন্তু আমরা কারো না কারো কাছে আজও পরাধীন।সেই পরাধীনতা কাটিয়ে ওঠার জন্যই এই rap song টি শোনা খুব দরকার। দেখুন এবং মন কে ভালো রাখুন।কারণ সকলের ভালো থাকার অধিকার আছে। নিজেদের ভালো থাকার কারণটা নিজেকেই খুঁজে বার করতে হবে।
TBH বাংলার পক্ষ থেকে ‘ INSAAN ‘ song এর সকল টিম কে জানাই অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা।